Bkash Add Money 50 Taka Bonus Offer on Save Visa Card For The First Time
বিকাশ অ্যাপে Visa কার্ড সেভ করলে জীবনটা হবে একদম সিম্পল। অ্যাপে Visa কার্ড সেভ করা থাকলে অ্যাড মানি করতে মিনিটও লাগবে না, বারবার কার্ডের তথ্যও দিতে হবে না। আর কার্ড সেভ করে নিজের বিকাশ একাউন্টে ২,৫০০ টাকা অ্যাড মানি করলেই পেয়ে যাবেন ৫০ টাকা বোনাস, ৩ কার্যদিবসের মধ্যে।
শর্তাবলি
কোনো গ্রাহক যদি বিকাশ অ্যাপে আগে থেকে সেভ করা ভিসা কার্ড থেকে অ্যাড মানি করে থাকেন, সেক্ষেত্রে তিনি বোনাস অফারটি পাবেন না;
কোনো গ্রাহক যদি ক্যাম্পেইন চলাকালীন বিকাশ অ্যাপ-এ প্রথমবারের মতো ভিসা কার্ড সেভ করে নিজের বিকাশ একাউন্টে ২,৫০০ টাকা অ্যাড মানি করে থাকেন, সেক্ষেত্রে তিনি বোনাস অফারটি পাবেন;
প্রতারণা কিংবা অফারের অপব্যবহার চিহ্নিত হওয়া সাপেক্ষে বিকাশ কর্তৃপক্ষ যেকোনো একাউন্টকে এই অফার গ্রহণের সুযোগ থেকে বিরত রাখার অধিকার সংরক্ষণ করে।
সচল একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে যেকোনো বিকাশ গ্রাহক নিজ একাউন্ট থেকে প্রথমবারের মতো সেভ করা কার্ড থেকে অ্যাড মানি করে অফারটি উপভোগ করতে পারবেন।
যদি গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে বোনাস বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক বোনাস অফারটি পাবেন না।
গ্রাহকের একাউন্ট স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/অপ্রত্যাশিত কারণে বোনাস বিতরণ ব্যর্থ হয়, বিকাশ ২ মাসের মধ্যে ১বার বিরতিতে বোনাস বিতরণের চেষ্টা করবে। পুনরায় বোনাস প্রদান যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক বোনাস অফার প্রাপ্তির জন্য অন্তর্ভুক্ত হবেন না।
বোনাস পেতে অফার চলাকালীন কার্ড থেকে নিজের বিকাশ একাউন্টে সফল লেনদেন সম্পন্ন করতে হবে।
বিকাশ কর্তৃপক্ষ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলির পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এমন কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক বোনাস সুবিধার অপব্যবহার করেছেন, সেক্ষেত্রে বিকাশ কর্তৃপক্ষ গ্রাহকের বোনাস সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।