আনলিমিটেড মেয়াদ মানে কি আসলেই আনলিমিটেড? জি। তবুও ২০৩৬ সাল পর্যন্ত মেয়াদ লেখা থাকবে। তার মানে এই না যে ২০৩৬ সালের পর মেয়াদ শেষ হয়ে যাবে। মেয়াদ দেখে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা একটা প্রযুক্তিগত ব্যাপার মাত্র। আপনি নিশ্চিন্তে আপনার ডাটা ব্যবহার করতে থাকুন। ২০৩৬ সালের পরেও যদি ডাটা ব্যালেন্স অবশিষ্ট থাকে তাহলে টেলিটক আপনাকে অবশ্যই তা ব্যবহার করতে দেবে।
বাংলাদেশের গ্রাহক বহুদিন ধরে ইন্টারনেট মেয়াদ তুলে দেওয়ার জন্য আন্দোলন ও আশা ব্যক্ত করে আসলেও অন্যান্য আপারেটরগুলো রাজি হয়নি কিন্তু টেলিটক শেষ পর্যন্ত এটি করে দেখালো। এই প্রথম বারের মত কোন একটি মোবাইল অপারেটর এই দু:সাহস দেখাল। এটি রাষ্ট্রাত্ত মোবাইল অপারেটর টেলিটক। টেলিটক আরও কিছু সাশ্রয়ী সীমাহীন মেয়াদে ইন্টারনেট অবশ্যই আনবে আমরা আশা করছি।
* ***৬ জিবি ১২৭ টাকা দিয়ে মেয়াদহীন এই অফার টি পেতে ডায়াল করুন *১১১*১২৭# অথবা আমাদের অফার লিংক থেকে সরাসরি প্যাকেজে টি কিনতে পারবেন।