বাংলাদেশে যত সিম অপারেটর আছে তার মধ্য টেলিটক অন্যতম। কারন এই অপারেটরের মত আর অন্য কোনো অপারেটর এত বেশি ইন্টারনেট অফার দেয় না। টেলিটক ইন্টারনেট অফার দেয়ার অন্যতম কারন হচ্ছে এই অপারেটর এর গ্রাহক সংখ্যা কম তাই তারা বেশি বেশি অফার দিয়ে গ্রাহকদের সেবা প্রদান করে থাকে।
তবে বর্তমানে এই অপারেটর এর গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই তারা আর বেশি ইন্টারনেট অফার পেওদান করছে। চলুন তাহলে আজ আমরা আপনাদের জন্য টেলিটক ইন্টারনেট অফার গুলো জানাই এবং আপনারা নিজেদের পছন্দ মত অফারটি গ্রহন করে ইচ্ছে মত ইন্টারনেট ব্যবহার করুণ।
টেলিটক সিম অপারেটর এর অপরাজিতা এবং বর্ণমালা সিমের ইন্টারনেট অফার রয়েছে। যা গ্রাহকরা এই অফার গুলো লুফে নেয়। নিম্নে টেলিটক ইন্টারনেট অফার গুলো বিস্তারিত দেয়ায়া হলঃ-
৮ টাকায় ১ জিবি ইন্টারনেট
নতুন টেলিটক অপরাজিতা সিম কেনার পর প্রথম ৩ মাস ইন্টারনেট ব্যবহারের জন্য টেলিটক আপনাদের জন্য নিয়ে এসেছে দারুন ইন্টারনেট অফার। যা গ্রাহক প্রথম ৩ মাস যত খুশি কিনতে পারবেন মাত্র ৮ টাকা খরচ করে। তবে ৮ টাকা খরচ করে ইন্টারনেট ক্রয় করার পর এর মেয়াদ থাকবে ৭ দিন। আপনি যদি আপনার মোবাইলে এই অফারটি এক্টিভ করতে চান তাহলে এখনই আপনার মোবাইল থেকে ডায়াল করুণ *১১১*৮# আর উপভগ করুণ দারুন এই অয়াফারটি।
১৯ টাকায় ১ জিবি ইন্টারনেট
এটিও টেলিটক অপরাজিতা অপারেটরের ইন্টারনেট অফার। মাত্র ১৯ টাকা দিয়ে কিনতে পারবেন ১ জিবি ইন্টারনেট। এই অফারটি চালু করার জন্য *১১১*১৯# নাম্বারে ডায়াল করুণ আর ৩ দিন নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করুণ।
৩৮ টাকায় ২ জিবি ইন্টারনেট
টেলিটক অপরাজিতা সপ্তাহ ব্যাপী ইন্টারনেট ব্যাবহার করার জন্য মাত্র ৩৮টাকার একটি আকর্ষণীয় ইন্টারনেট অফার। মাত্র ৩৮ টাকায় ২ জিবি ইন্টারনেটের অফার এবং মেয়াদ থাকবে ৭ দিন। ২ জিবি অফারটির জন্য *111*38# নাম্বারে ডায়াল করে চালু করতে পারবেন।