Expiredআকাশ এর বিল নগদ এ পেমেন্ট করলে ১০০ টাকা ক্যাশব্যাক
100 Taka Cashback
আপনার কি এই অফার টি ভালো লেগেছে ? হ্যা / না !
OFFER VOTE0
পরিবারের সবাই মিলে টেলিভিশনে নাটক, সিমেনা-সহ বিভিন্ন অনুষ্ঠান উপভোগ করার মজাই অন্যরকম। তাইতো ডিজিটাল টিভি কানেকশনে আপনাদের বেশি লাভ দিতে, নগদ ও Akash DTH নিয়ে এসেছে দারুণ ক্যাশব্যাক অফার। এখন Akash DTH কানেকশনের সাবস্ক্রিপশন বিল নগদ-এর মাধ্যমে দিলে পাচ্ছেন ১০০ টাকা ক্যাশব্যাক।
স্যাটেলাইট টিভি সার্ভিসের বিল নগদ থেকে দিন, পাবেন ক্যাশব্যাকের উপর ক্যাশব্যাক। এখন Akash Digital TV কানেকশনের বিল নগদ-এ দিলে, Akash DTH-এর ৫০ টাকা ক্যাশব্যাকের উপর পাবেন আরো ৫০ টাকা ক্যাশব্যাক। অফারটি চলবে ৩০ নভেম্বর, ২০২২ পর্যন্ত।